ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি- সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ওসি শাহীন মিয়া।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩০০ বস্তার বেশি ইউরিয়া সার ট্রলারে বোঝাই করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাচারকারীরা সটকে পড়ে। শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। এখন পর্যন্ত তারা সারের মালিক শনাক্ত করতে পারেনি; এমনকি সারের মালিকানা দাবি করে কেউ এগিয়ে আসেনি।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, আনুমানিক ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। ইউরিয়া সার কোথা থেকে ট্রলারে আনা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল— তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।