ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রাজনীতি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে এমপি প্রার্থী মোবারক হোসাইন।
শনিবার (২৫ অক্টোবর) মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে মোহাম্মাদীয়া হাউজিং ও জাপান গার্ডেন সিটি এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, ‘ঢাকা-১৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সেবাবঞ্চিত। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের রাজনীতি ন্যায়ের, সৎ নেতৃত্বের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ বঞ্চিত থাকবে না। দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত করব যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, আর সেবাই হবে রাজনীতির মূল লক্ষ্য।’
তরুণদের ভূমিকা প্রসঙ্গে মোবারক হোসাইন বলেন, ‘দেশের তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। তাদের মেধা, শক্তি ও সততাকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। তরুণদের সৎ ও ন্যায়ের রাজনীতিতে যুক্ত হতে হবে, কারণ ভবিষ্যৎ তাদের হাতেই।’
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমির মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক শফিউর রহমান, সদস্য সচিব আব্দুল আউয়াল আজম, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন, সাইফুর রহমান, মুহতাসিম বিল্লাহ, ওয়ার্ড সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, মাওলানা বদরুল হক, আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা, বাড়ির মালিক সমিতি ও মসজিদ কমিটির প্রতিনিধিরা।


