ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:০৪ পিএম
১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক। ছবি- সংগৃহীত

সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের নলিয়ান আউটপোস্টের সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ানসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার দৈর্ঘ্যের শিকারের ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।