ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মহেশপুরে দর্শকদের চাপে পণ্ড নারী ফুটবলারদের ম্যাচ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:২১ পিএম
মহেশপুরে দর্শকদের চাপে পণ্ড নারী ফুটবলারদের ম্যাচ। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে দর্শকদের চাপে পণ্ড হয়েছে একটি নারী ফুটবল ম্যাচ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা গ্রামে ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে নারী খেলোয়াড়দের দ্রুত স্কুল ভবনের একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, মহেশপুরের মান্দারতলা হাই স্কুল মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট’ নামে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে মান্দারতলা যুবসমাজ। খেলায় অংশ নেয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের অতি পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন। খেলার মাঠে দর্শকদের জন্য প্রবেশ মূল্য হিসেবে ৫০ পয়সার টিকেট বিক্রি করে আয়োজকরা। নারী ফুটবল দলের খেলার সংবাদ পেয়ে মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হন। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠে বিশৃঙ্খলা শুরু হয়।

স্থানীয়রা জানান, মাঠটি এমনিতেই ছোট, দুই হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্য মাঠে ও আশপাশে হাজার হাজার দর্শক জড়ো হয়। হঠাৎ দর্শকরা খেলার মাঠে দৌড়ে প্রবেশ করে। এসময় মাঠে শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। মাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আয়োজকরা। ফলে নিরাপত্তাজনিত কারণে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আয়োজকদের পক্ষ থেকে মান্দারতলা যুবসমাজের সভাপতি ও ইদ্ররাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক মো. আফতাব উদ্দিন বলেন, হাজার হাজার দর্শক খেলা দেখতে আসেন। খেলায় বিএনপির নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিলেন। খেলা চলাকালীন মাঠে পুলিশ ছিল না। আয়োজকরাই খেলোয়াড় ও মাঠের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। খেলা শুরু হওয়ার ১০ মিনিট পরেই হঠাৎ কিছু দর্শক উত্তেজিত হয়ে মাঠের মধ্যে প্রবেশ করে। একদিক থেকে ঠেকাতে গেলে আরেকদিক থেকে চলে আসে তারা। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং খেলোয়াড়দের স্কুল ভবনে নিরাপদ জায়গায় নিয়ে যাই। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে পরে আমরা আর খেলা চালিয়ে নিতে পারিনি। এ ঘটনায় কেউ আহত হয়নি।

প্রবেশ মূল্যের কথা স্বীকার করে তিনি বলেন, খেলোয়াড়দের খরচের জন্য অল্পকিছু প্রবেশমূল্য নিয়ে টিকেট বিক্রি করা হয়। তবে প্রবেশমূল্য নিয়ে টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রশাসনিক কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল উপজেলার মান্দারতলা মাঠে অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। আমরা আয়োজকদের এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে পূর্বেই প্রশাসনিক অনুমতি নেওয়ার ব্যাপারে বলেছি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, নারী ফুটবলারদের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমি অবগত ছিলাম না। অপ্রীতিকর ঘটনা ঘটার পরে জেনেছি। মহেশপুরে টিকেট বিক্রি করে কোনো খেলা পরিচালনা করতে দেওয়া হবে না। ভবিষ্যতে মহেশপুর উপজেলায় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে অবশ্যই উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। আবেদনের পরে প্রশাসন বিবেচনা করবে সেই মাঠে বা এলাকায় টুর্নামেন্ট অনুষ্ঠানের উপযোগী কি-না।