জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বুধবার (২২ অক্টোবর) আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতও করেন।
জানা যায়, আব্দুল আওয়াল আওনা ইউনিয়নে গণসংযোগের সময় এই কবর জিয়ারত করেন। প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি।
স্থানীয় রাজনীতিতে এই ঘটনাটি দ্রুত আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে নির্বাচনি কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক সৌজন্য হিসেবে মন্তব্য করছেন।
অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, নির্বাচনি প্রচারে যাওয়ার পথে কবরটি সামনে পড়ায় আমি জিয়ারত করেছি। অ্যাডভোকেট মতিয়ার রহমান আমার সিনিয়র ছিলেন এবং তার চেম্বারে দুই-তিন বছর কাজ করেছি। বিষয়টি যেভাবে বোঝা হচ্ছে, তা ঠিক নয়।


