ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ধর্ষণের প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:১২ এএম

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা গতকাল শনিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।  গ্রামবাসী ও ধর্ষিতার স্বজনরা জানান, গত ১৮ অক্টোবর বিকেলে প্রতিবেশী যুবক আনারুল ইসলাম ভুক্তভোগী শিশুকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর অসুস্থ শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে ঘটনা খুলে বলে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী দুপুরে কামারপাড়া ইউনিয়নের ইন্দিরারপাড় নামক স্থানে সড়ক অবরোধ করে। পরে তারা অভিযুক্ত আনারুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।