ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নতুন কমিটি

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:১৩ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) খুলনা ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (কেডিএসএ) নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এই কমিটি প্রকাশিত হয়। ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু জাহিদ মল্লিককে সভাপতি ও পপুলেশন সায়েন্সের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. এলাহী মঞ্জুর ইমনকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ সাংগঠনিক সম্পাদক দীপ দাস, অর্থ সম্পাদক তানভীর আহমেদ তূর্য, দপ্তর সম্পাদক শোভন বিশ্বাস, প্রচার সম্পাদক গালিব হাসান, শিক্ষাবিষয়ক সম্পাদক আল জাবির, মিডিয়া সম্পাদক মুরালি ঘোষ, পরিবেশবিষয়ক সম্পাদক মোবাশশিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুন অর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক ইমরোজ তৌফিক, ছাত্রীবিষয়ক সম্পাদক সানজিদা শেখ, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।