ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সার জব্দ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:১৬ এএম

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ওসি শাহীন মিয়া। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারচেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ট্রলারবোঝাই ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেল পর্যন্ত সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।