ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাল নয়, নৌকা দিয়েই মাছ ধরছেন রামিম

মো. মিঠু সরকার, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৩০ এএম

সাধারণত মাছ ধরতে গেলে প্রয়োজন হয় জাল বা বড়শির। তবে এইসব ছাড়াই শুধু নৌকা ব্যবহার করে অভিনব পদ্ধতিতে মাছ ধরে নজর কেড়েছেন নেত্রকোনার এক যুবক। জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের ২৪ বছর বয়সি রামিম এখন তার অনন্য মাছ ধরার কৌশলে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

মাত্র ২৫ হাজার টাকা খরচে তৈরি করিয়েছেন একটি বিশেষ ধরনের সরু নৌকা, যার এক পাশে লাগানো আছে সাদা রঙের প্লেনশিট। নৌকার সামনের অংশে ভারী পাথর বেঁধে তিনি নৌকা চালান ধীরে ধীরে। এতে পানির নিচের ছোট মাছগুলো ভয় পেয়ে উপরে উঠে আসে এবং মুহূর্তের মধ্যেই লাফিয়ে পড়ে নৌকার ভেতরে। এভাবে তিনি ধরেন কাকিলা, চেলা ও কাটা চান্দাসহ নানা প্রজাতির মাছ।

রামিম জানান, ‘প্রায় ১৫ বছর ধরে এভাবে ‘চেলি নৌকা’ দিয়ে মাছ ধরছি। এই পদ্ধতিতে জাল বা বড়শি কিছুই লাগে না। নদীতে যখন পানি বেশি থাকে, তখনই এই নৌকা দিয়ে মাছ ধরা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন ভোররাতে এবং বিকেলে নদীতে যাই। আবহাওয়া ভালো থাকলে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত মাছ ধরা পড়ে। এসব মাছ স্থানীয় বাজারে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করি। এতে পরিবারের খরচই চলে।’

রামিমের সহায়তায় রয়েছেন তার ভাইয়েরাও। তাদের পরিবারের প্রধান জীবিকা এখন মাছ ধরা। রামিমের আরও কয়েকটি নৌকা ও জাল আছে, মৌসুম অনুযায়ী তিনি মাছ শিকারে বের হন।

স্থানীয় বাসিন্দারা জানান, রামিম বহু বছর ধরে এই পেশায় যুক্ত। বাবা মারা যাওয়ার পর থেকেই দুই ভাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। কঠোর পরিশ্রম করে তারা এখন জীবিকা নির্বাহ করছেন। নদীপাড়ের এই তরুণের উদ্ভাবনী ‘চেলি নৌকা’ শুধু জীবিকার পথই খুলে দিয়েছে তা নয়, বরং গ্রামীণ জীবনের সহজ-সরল সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।