পাকিস্তানকে ছাড়াই ভারতের রাঁচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রথম দিনে কোনো পদক না পেলেও দ্বিতীয় দিনে বাংলাদেশ পেয়েছে একটি ব্রোঞ্জ পদক।
শনিবার ৪x১০০ মিটার পুরুষ রিলেতে বাংলাদেশ পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে। সাবেক দ্রুততম মানব মো. ইসমাইলের সঙ্গে দৌড়েছেন আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম। তারা ৪০.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেন।
এই ইভেন্টে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কা-তাদের সময় ছিল ৩৯.৯৯ সেকেন্ড। রৌপ্য জিতেছে ভারত, ৪০.৬৫ সেকেন্ডে দৌড় শেষ করে।
পুরুষ রিলের পরই অনুষ্ঠিত হয় ৪x১০০ মিটার মহিলা রিলে। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ৪৮.২১ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয় তারা। তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ছিল ৪৭.৭৯ সেকেন্ড।
প্রথম একশ মিটারেই এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটন বদলের ধাপে তারা পিছিয়ে পড়ে। শেষ ব্যাটন ছিল কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারের কাছে। তার ফিনিশিংয়ে পদক নির্ভর করলেও তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।
আজ আরও অনুষ্ঠিত হয়েছে ৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট, হাই জাম্প, ডিসকাস থ্রো ও ১১০ মিটার হার্ডলস ইভেন্ট। কোনো ইভেন্টেই পদক পায়নি বাংলাদেশ। আগামীকাল লং জাম্প ও ৪x৪০০ মিটার নারী-পুরুষ রিলেতে নামবে বাংলাদেশ দল।


