ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেলেন না বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েও ভিসা জটিলতায় খেলতে না পারা এই ক্রিকেটারকে কোনো ম্যাচ না খেলতেই বাদ পড়তে হলো টি-টোয়েন্টি দল থেকে। তবে, চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সৌম্যর বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমকে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, টপঅর্ডারে নিয়মিতদের নেওয়া হয়েছে,'মূলত এই কারণেই সৌম্য সরকার দলে ডাক পাননি।
সৌম্য সরকারের ফর্ম নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও, দলের টপ অর্ডারে নিয়মিত মুখদের ওপরই ভরসা রাখছেন নির্বাচকরা। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা সাইফ হাসান টপ অর্ডারের অন্যতম বিবেচনায় আছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


