যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে নজরদারি ড্রোন ওড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন অভিযান ইসরায়েলের সম্মতিতেই পরিচালিত হচ্ছে এবং এলাকাটির স্থল পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং দুজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, নজরদারির মূল লক্ষ্য হল দক্ষিণ ইসরায়েলে অবস্থিত সিভিল-মিলিটারি কো অর্ডিনেশন সেন্টার-কে সহায়তা করা।
নিউইয়র্ক টাইমস জানায়, ওই সমন্বয় কেন্দ্রে প্রায় ২০০ জন মার্কিন সেনা কাজ করছেন। শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এর আগেও মার্কিন সামরিক বাহিনী গাজা উপত্যকার আকাশে বিশেষ ধরনের এমকিউ-৯ রিপার ড্রোন উড়িয়েছিল। ইসরায়েলি বাহিনীকে জিম্মিদের অবস্থান শনাক্ত করতে সহায়তা করার জন্য এ অভিযান চালানো হয়।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি থেকে সরে যেতে পারেন।



