নিষেধাজ্ঞা শেষে কর্মচঞ্চল সুন্দরবন
সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৫৮ এএম
*** জীবিকার তাগিদে সুন্দর বনে বাওয়ালি, মৌয়াল ও জেলেরা
নদীতে কুমির জঙ্গলে বাঘ, আর বনে জলদস্যু এসব ভয়কে পেছনে ফেলে দীর্ঘ তিন মাসের কষ্টের দিন শেষ করে গতকাল সোমবার থেকে বন বিভাগের পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকরা। কেউ গোলপাতা কাটতে নৌকা নিয়ে নদী পাড়ি দিয়ে বনাঞ্চলে ডুকছেন,...