পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুংঙ্গাপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে লামিয়া নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় মায়ের সঙ্গে থাকা তার ১৪ মাস বয়সী শিশুটির মুখেও বিষ লেগে যায়। এতে মা ও শিশু উভয়েই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তাদের কোনো নিকটাত্মীয়কে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সংযুক্তা রায় জানান, “রোগী মা এবং বাচ্চা দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল। তবে বিষ পানের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টা খুবই ক্রিটিকাল, তাই তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকাল সুস্থ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ক্ষুব্ধ হয়ে লামিয়া আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

