ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন খোকন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:১৩ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে ) সাইদুর রহমান মিন্টুর পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।

এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানাধীন ৫১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের শূণ্য পদে সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাইফুল ইসলাম এবং ৫৪ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের শূণ্য পদে সাবেক আহ্বায়ক  কমিটির যুগ্ম আহ্বায়ক হোসেন আলীকে পদায়ন করা হয়েছে।