কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে গুলিতে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সিরাজুল ইসলাম (৩৯)। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিংড়ি জোনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


