ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সাতসকালে সড়কে ঝরল শিক্ষার্থীসহ ৩ প্রাণ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:১৫ এএম
সড়ক দুর্ঘটনা। ছবি- সংগৃহীত

পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্কুলশিক্ষার্থীসহ তিনজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘অটোভ্যানটি পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’

ওসি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’