ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মুফতি মহিবুল্লাহ অপহরণের ঘটনায় মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৭:১৮ এএম
ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী। ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিটিসিল টিএন্ডটি কলোনীর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে (৬০) অপহরণ ও নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

ভুক্তভোগী নিজে বাদী হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাওলানা মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি বিটিসিএল টিএন্ডটি কলোনী জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে 'অখন্ড ভারত মাতার পক্ষে কথা বলা; ইসকনের কারাবন্দি নেতা চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে কৌশলে কথা বলা; এনসিপি, বিএনপিসহ ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে খুতবায় কথা বলা; হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়ের প্রেমে বাধা নেই বলে ফতোয়া দেয়া; মসজিদে কোরআন পড়া যাবে না, ইসলাম, আল্লাহ ও মুহাম্মদ (স.) নিয়ে কথা বলা যাবে না; অন্যথায় মসজিদ  কমিটির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে হত্যা করা হবে এবং তাদের স্ত্রী-কন্যাদের ধর্ষণ করাসহ আরো বিভিন্ন ধরনের ক্ষতি করবে বলে উড়ো চিঠির মাধ্যমে হুমকি প্রদান করে।

পরে গত ২২ অক্টোবর বুধবার সকাল ৭টার দিকে তিনি প্রাত:ভ্রমণে বের হলে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকার এস্কেস লিংক সিএনজি ফিলিং এন্ড কনভারশন সেন্টার এর সামনে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের উপর একটি এম্বুলেন্স তার পথরোধ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে জোরপূর্বক অ্যাম্বুলেন্স উঠিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নির্যাতন শুরু করে।

টানা একদিন একরাত চলার পর গাড়ি থামিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে কাঁচের বোতল দিয়ে শরীরের বিভিন্নস্থানে মারাত্মক আঘাত করে এবং দাড়ি কেটে দেয়। একপর্যায়ে পঞ্চগড় জেলার হেলিপ্যাড বাজার এলাকায় তাকে একটি গাছের সাথে হাত-পা শিকলবন্দি করে তার সাথে থাকা মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ৫শ টাকা নিয়ে যায়।

পরে ওই এলাকার লোকজন জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করলে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অপহৃতের স্বজন ও টঙ্গী পূর্ব থানা পুলিশ পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।