কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাদারীপুর থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
নিহতরা হলেন-মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন মিয়া (৩২) এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় আরও একজন মারা যান।
ওসি আরও জানান, মোটরসাইকেল আরোহীরা কক্সবাজারে ভ্রমণে আসার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


