ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শ্বশুরের বঁটির কোপে প্রাণ গেল গৃহবধূর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১০:১৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের বঁটির কোপে লিমা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা বেগম ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ ঘর থেকে বের হন লিমা বেগম। সে সময় উঠানে দাঁড়িয়ে থাকা মুকুল শেখ তার হাতে থাকা বঁটি দিয়ে লিমার শরীরে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় গৃহবধূর চিৎকারে বাড়ির এবং আশপাশের লোকজন ছুটে আসে। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক মুকুল শেখ মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন অনেকেই।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মো. মাসুম খাঁন রূপালী বাংলাদেশকে বলেন, ‘ওই গৃহবধূর মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ।