ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: নীলা চৌধুরী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:২৭ পিএম
অভিনেতা ডন ও সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি - সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় মামলা করা হয়েছে, যেখানে ১১ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

দীর্ঘ প্রায় তিন দশক ধরে ছেলের মৃত্যুর বিচার দাবি করে আসছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। অবশেষে আদালতের নির্দেশে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন।

লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, এই ২৯ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকেও খারাপ বলেছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি। কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে এটা খুন।

তিনি আরও বলেন, আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।

সালমান শাহর মৃত্যুর বিষয়ে নীলা চৌধুরী দাবি করেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।

তিনি আরও বলেন, আমি ২৯ বছর ধরে বলে আসছি-আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। আদালতের পদক্ষেপে সেই কথার সত্যতা পাওয়া যাচ্ছে।

নীলা চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন। এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরত, সেই এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?

নিজের দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে-তাদের বিচার হবেই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকায় নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তখন ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়। তবে প্রথম দিন থেকেই সালমানের পরিবার দাবি করে আসছে-এটি হত্যা।