ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৩৬ পিএম
নারীর স্বাস্থ্য সচেতনতায় কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা। ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারীর স্বাস্থ্য সচেতনতায় অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়।

ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখার এসআরএমএনসিএইচ (SRMNCAH) প্রকল্পের উদ্যোগে এবং ইউএনএফপিএ (UNFPA)-এর অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ মেলাটি আয়োজন করে।

দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোজাম্মেল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য দেন সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ল্যাম্ব এসআরএমএনসিএইচ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী, জেলা ইউএনএফপিএ ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান সরকার, ডিএসআরএইচআরসি জাপাইগোর ডা. সুমাশ্রী রায়, প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা, ইউএইচঅ্যান্ডএফডব্লিউসি সেকমো রঞ্জু মিয়া, শিক্ষক রিয়াজুল ইসলাম ও নুনখাওয়া এফপিআই জহাঙ্গীর আলম।

মেলায় অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০০ বউ-শাশুড়ি।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী স্বাস্থ্য, প্রসব-পূর্ব ও পরবর্তী সেবার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের জানানো হয়, সুস্থ থাকতে নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা ও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট করানো জরুরি।

এ ছাড়া কিশোরীদের জন্য ফিস্টুলা বিষয়ে সচেতনতামূলক কাউন্সেলিংও অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন, বউ-শাশুড়ি নামে বিশেষ এই মেলার মাধ্যমে নারীর স্বাস্থ্য বিষয়ে পারিবারিক সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য। শাশুড়ির দায়িত্ব বউয়ের প্রতি এবং বউয়ের দায়িত্ব শাশুড়ির প্রতি কী—এই বার্তা পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাঝে।