ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৬:৪২ পিএম
ময়মনসিংহে মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২৪ অক্টোবর) পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত মর্জিনা (২৪) উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের প্রবাস ফেরত শাহীনের স্ত্রী ও তার সন্তান ময়না (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত মর্জিনা ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য শাহীন আড়াই মাস আগে দেশে ফেরেন। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলেন তিনি। গতকাল বিকেলে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ পান। বেশ কিছু সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশের রুমের ওপর দিয়ে স্ত্রী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পাগলা থানা-পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে ঘরে দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনা প্রবাসী শাহিনকে ছেড়ে দেওয়া হয়েছে।