নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাদিজা আক্তার মুন্নি (১৯) নামের এক তরুণী সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি সি.আই খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
খাদিজা আক্তার মুন্নি কুমিল্লা জেলার মেঘনা থানার লক্ষণখোলা এলাকার ফুল মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে মেঘনার দাউদকান্দি এলাকার মো. জাহিদুল হাসানের সাথে বিয়ে হয় মুন্নির। দুই বছরের সংসার চলাকালে মুন্নি অন্তঃসত্ত্বা হলে গত ছয় মাস ধরে মিজমিজি সি.আইখোলা এলাকায় তার বাবার বাসায় থাকছেন। তার স্বামী জাহিদুল হাসান ঢাকার সাভারের একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কর্মরত। জাহিদুল হাসান সাভারে থেকেই কাজ করেন বলে জানা গেছে।
এদিকে মুন্নির মা একজন গার্মেন্টস কর্মী। গত তিন মাস পূর্বে মুন্নি সন্তানের মা হন। তার মা গার্মেন্টস কর্মী হওয়ায় সে একাই বাসায় থাকতেন বলে জানা যায়।
সূত্রে আরও জানা যায়, নিহত মুন্নি মা হওয়ার পর থেকেই একটু অস্বাভাবিক আচরণ করতেন। বৃহস্পতিবার বিকেলে চা খাওয়ার কথা বলে মুন্নি ঘর থেকে বের হয়। পরে সন্ধ্যায় তার মা গার্মেন্টস ছুটি হলে বাসায় এসে দেখতে পান মুন্নি সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন এবং তার তিন মাসের সন্তান খাটের ওপর শুয়ে কান্না করছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।’
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
-20251024194151.webp)

