বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলনায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত গাঙচিল ১৯৩তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভারত ও বাংলাদেশ থেকে চার শতাধিক কবি অংশ গ্রহণ করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় এ সম্মেলন শুরু হয়।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ড. হানিফ সুসিফের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কবি আবদুল হক চাষী। প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের কবি কাসেদুল্লামান সেলিম, কবি আহাদ আলী, চুয়াডাঙ্গার কবি খন্দকার আলী আজম, সাতক্ষীরার কবি সুকুমার দাস বাচ্চু, মাগুরার কবি পরেশ কান্তি কান্তি সাহা, নড়াইলের কবি এনায়েত হোসেন, ফরিদপুরের কবি বন্ধু বিয়াদ, গোপালগঞ্জের কবি দ্বীপল কান্তি বিশ্বাস দুর্জয়, বাগেরহাটের কবি সৈয়দ শওকত হোসেন, বরিশাল থেকে কবি জামান মনির, কুষ্টিয়া খেকে কবি রুশদি, রূপসার কবি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সম্মেলনে ভারত থেকে অংশ নেন কবি শাকিল আহমেদ, কবি মনোমোহন দে, কবি কল্যাণ কুমার চট্টোপাধ্যায়। সমগ্র আনুষ্ঠানমালা পরিচালনা করেন মনিরুজ্জামান লাবলু, কবি শাহজাহান মুরাদ, কবব সৈয়দ আলী হাকিম, খান আখতার হোসেন পষ্ঠপোষকের জন্য পুরস্কার পান জাহাংগীর চৌধুরী টিপু, আব্দুল কাইয়ুম জমাদ্দার, মো. আলমগীর হুমায়ূন।
-20251024194151.webp)


