ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সালিশে হাতুড়ির আঘাতে গ্রাম্য মাতব্বর নিহত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১২:৫৩ এএম

মাগুরায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে বাদশা মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মোল্যা স্থানীয়ভাবে একজন গ্রাম্য মাতব্বর হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গতকাল দুপুরে মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে সেখানে উপস্থিত নওশের মেম্বারের (সাবেক) নেতৃত্বে সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির হোসেন উত্তেজিত হয়ে অতর্কিতে বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের ফলে গুরুতর জখম অবস্থায় বাদশা মোল্যা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত আনোয়ার মোল্যার বসতবাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ, সেনাবাহিনীর টহলদল ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।