ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বললেন পুতিন

যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়া কখনোই মাথা নোয়াবে না

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:২৯ এএম

রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্র বা বিদেশি কোনো শক্তির চাপে মাথা নোয়াবে না জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইউক্রেইনের সীমান্ত থেকে দূরে রাশিয়ার ভূখ-ের আরও ভেতরে যেকোনো হামলায় মস্কো প্রচ- প্রতিক্রিয়া দেখাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে গত বুধবার দুটি প্রধান রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

তার এ পদক্ষেপের কারণে গত বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের কাছাকাছি বেড়ে গেছে এবং ভারতও রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসবের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা একধরনের অবন্ধুসুলভ আচরণ এবং এর সুনির্দিষ্ট প্রতিক্রিয়া থাকবে।

কিন্তু এসব নিষেধাজ্ঞা আমাদের অর্থনীতির স্থিতিশীলতার ওপর তেমন প্রভাব ফেলবে না। রাশিয়ার জ্বালানি খাত এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই এটা (নিষেধাজ্ঞা) হচ্ছে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা। কিন্তু কোনো আত্মমর্যাদাশীল ব্যক্তি বা দেশ চাপের মুখে কখনোই সিদ্ধান্ত নিতে পারে না। ’

নিষেধাজ্ঞা কী করে রুশ টয়লেট আমদানিতে পশ্চিমাদের বাধা দিতে পারে, তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করার পর পুতিন মনে করিয়ে দেন, ট্রাম্প তার প্রথম মেয়াদেও রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার রপ্তানিতে বিঘœ সৃষ্টি করলে তা যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনসহ সর্বত্র তেলের দাম বাড়িয়ে দেবে বলেও তিনি সতর্ক করেন। এমন যেকোনো কিছু ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে, বলেছেন তিনি।

নির্বাচনি প্রচারণার সময় ইউক্রেইন যুদ্ধকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ‘প্রক্সি ওয়ার’ আখ্যা দিয়ে ট্রাম্প ক্ষমতায় গেলে দ্রুত এই সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।