ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:৪১ পিএম
৩১ দফা পৌঁছে দেন মহানগর বিএনপি নেতা, সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার কুড়িপাড়া, চেয়ারম্যান বাড়ী, রূপার বাড়ী এলাকায় ঘরে ঘরে বিশেষ করে নারী সমাজের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম, শুভেচ্ছা ও ৩১ দফা পৌঁছে দেওয়া হয়। 

লিফলেট বিতরণ মহানগর বিএনপি নেতা, সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার ভূট্টো, আনোয়ার মাহমুদ বকুল, মিরাজ হোসেন, ডা. এনায়েত হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

লিফলেট বিতরণকালে খোরশেদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে মানুষের ভোটাধিকার হরণ করে গণতান্ত্রিক ব্যবস্থার মৃত্যু ঘটিয়েছে।

খোরশেদ এবার অন্তবর্তীকালীন সকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

খোরশেদ বলেন, বিএনপি রাষ্ট্রের শাষক হতে চায় না, দেশের সেবা করতে চায়। বাদ জুমা গলাচিপা জামে মসজিদ ও ডিআইটি রেলওয়ে মসজিদে মুসুল্লিদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।