বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ যদি জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তবে দেশের স্বার্থ এবং নাগরিকদের অধিকার রক্ষা নিশ্চিত করার জন্য সাহসী ও ন্যায়পরায়ণ সরকার গঠন করবে। তিনি বলেন, এই সরকার কোনো পরাশক্তির ভয়ে পিছিয়ে থাকবে না এবং সব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করবে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর রামপুরাস্থ একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনসহ পাঁচ দফা দাবির প্রেক্ষিতে রামপুরা থানা জামায়াত এই সমাবেশ আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘সংসদে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই এই পদ্ধতির পক্ষে। আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেন ময়দান সমান হয়। একই সঙ্গে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না।’
তিনি সমাবেশে অংশ নেওয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ রক্ষায় এবং আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেননি; বরং নিজেদের সুবিধা নিশ্চিত করেছেন। আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে এবং দুর্নীতি নির্মূল করা হবে।’


