ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

‘জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি-মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যাবেন না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যাবেন না, এমন ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার (২৪ অক্টোবর) মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে জনগণের করের টাকায় গড়ে ওঠা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থাকেই সর্বস্তরের জন্য উন্নত করব। আমাদের কোনো এমপি বা মন্ত্রী তখন বিদেশে চিকিৎসা নিতে যাবেন না।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না। ‘মানবিক বাংলাদেশ গঠনের জন্য মানবিক সংগঠন দরকার, আর জামায়াত সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করছে।’

ড. হেলাল বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতার রাজনীতি করেছে; কিন্তু জামায়াত সবসময় মানবতার রাজনীতি করেছে—দুর্যোগ ও দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই যার পরিচয়।

জামায়াতে ইসলামী চার দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে, যার একটি হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। এই নীতির ভিত্তিতে দলটি দীর্ঘদিন ধরে বন্যা, নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলায় নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে।

তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম দল, মত, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এটাই জামায়াতকে আলাদা করে।’

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজে বিদেশে চিকিৎসা না নিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন। ‘আমরা ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিক দেশেই উন্নত চিকিৎসা পাবে,’ বলেন ড. হেলাল।

তিনি আরও যোগ করেন, ‘স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ জামায়াত ক্ষমতায় না থেকেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছে।’

হেলাল উদ্দিন বলেন, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন কর্জে হাসানা চালু করা, শিক্ষা সহায়তা দেওয়া, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন—এসবই জামায়াতের সামাজিক সেবা কার্যক্রমের অংশ।

তিনি জোর দিয়ে বলেন, ‘জামায়াত কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে রাজনীতি ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজসেবা আমাদের নীতি, আমরা তা অব্যাহত রাখব।’

বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. হেলাল স্থানীয় জনগণকে আহ্বান জানান, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতৃত্বে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে মতিঝিল উত্তর থানা আমির এসএম শামছুল বারী সভাপতিত্ব করেন এবং থানা সেক্রেটারি রবিউল ইসলাম সঞ্চালনা করেন। মুক্তিযোদ্ধা সাবু চত্বরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল সারা দিন রোগীদের সেবা দেন এবং সবাইকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।