ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের ধর্মঘট, জেলা প্রশাসক ও ইউএনও’র পদত্যাগ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৫:৫০ পিএম
দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের ঐতিহ্যবাহী বাশ বাজারে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবৈধ লিজ বাতিল ও প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যবসায়ীরা ধর্মঘট ও বিক্ষোভ করছেন।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় প্রভাবশালী একটি রাজনৈতিক মহল সরকারি বিধি লঙ্ঘন করে বাজারটির অবৈধ লিজ দিয়েছে। এর প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন ব্যবসায়ী নেতা জহিরুল হক খোকন। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে আকস্মিকভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এই গ্রেপ্তারের পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বাশ বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা জহিরুল হক খোকনের নিঃশর্ত মুক্তি এবং অবৈধ লিজ বাতিলের দাবি জানান।

স্থানীয় ব্যবসায়ী নিউ মার্কেটে সমিতির আবুল কালাম বলেন, জেলা প্রশাসক ও ইউএনও স্থানীয় প্রভাবশালী মহল মিলে বাজারটি অবৈধভাবে লিজ দিয়েছে। এই জায়গায় টার্মিনাল করার কথা ছিল তৎকালীন সময়। সেখানে যাদেরকে লিজ দিয়েছে তাদের নাম প্রকাশ করছে না। শুনেছি প্রথমে ৩৩ জন রাতারাতি তিনজন বেড়ে ৩৬ জনকে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং অবিলম্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগ দাবি করছি।

বিক্ষোভ মিছিলের পর প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বাজার মাছ ও শুটকি ব্যবসায় সমিত যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান ভাজন,  সড়ক বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছ আহমেদ প্রমূখ।

ধর্মঘটের কারণে সকাল থেকে বাজারের সব দোকান, পাইকারি ও খুচরা ব্যবসা বন্ধ রয়েছে। এতে ক্রেতা ও আশপাশের এলাকাবাসীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।