ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নির্মাতার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:২৮ পিএম
সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি- সংগৃহীত

অবশেষে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা।

এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।

গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।

শোবিজে কান পাতলেই শোনা যেত, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন সাদিয়া আয়মান। সম্প্রতি খবর ছড়ায় তাদের প্রেম ভেঙে গেছে! তবে এবার সাদিয়া আয়মান কার্যত স্বীকারই করেছেন প্রেমের সম্পর্কের বিষয়টি।