ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মিরাজকে আরও সময় দিতে চান বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৮:৫৪ পিএম
মিরাজের হাতে সিরিজি জয়ের ট্রফি তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি। ছবি- বিসিবি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এখনই তাকে পরিবর্তন করার কোনো চিন্তা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি); বরং তরুণ এই অলরাউন্ডারকে আরও সময় দিতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। মিরাজকেও একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিওরিটি দেখা যায়, বোঝা যায়, সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।’

সাম্প্রতিক সময়ে মিরাজের নেতৃত্বে টাইগারদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক না হওয়ায় তার অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়েছে। তবে বিসিবি সভাপতি মনে করেন, মিরাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলি রয়েছে এবং তাকে সুযোগ দিতে হবে।

একই সাথে, তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়ক রাখার প্রসঙ্গে বুলবুল বলেন, ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক হতে হবে, এমন কোনো নিয়ম নেই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা-অসুবিধা নিয়ে। অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি।