ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম ও দোকানপাট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৯ এএম
আগুনে পুড়ে ছাই দোকানের মালামাল। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদাম ও কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি টিনশেডের ঝুট গুদাম ও ১৩টি দোকান, সাথে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের সাইফুল ইসলাম জানান, আমবাগ পূর্বপাড় এলাকায় স্থানীয় নজরুল ইসলামের মালিকানাধীন টিনশেডের ঝুট গুদামে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কোনাবাড়ী ও সারাবো ইউনিটের চারটি দল প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।