ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বোনের মেয়ের জন্মদিনে নতুন লুকে শাবনূর

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৫৫ পিএম
বোনের মেয়ে সঙ্গে শাবনূর। ছবি - সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে শাবনূরের উপস্থিতি চোখে পড়ে। ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তগুলো তিনি মাঝে মাঝে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি তিনি বোনের মেয়ের ১৪তম জন্মদিন উদযাপন করেছেন এবং একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবিগুলোতে কিমোনো পরা শাবনূরকে দেখা গেছে, যা তার ভক্তদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। ক্যাপশনে মেয়েকে ‘আদরের রাজকন্যা’ বলে শুভ জন্মদিন জানিয়েছেন।

ভালোবাসার ইমোজিসহ শাবনূর লিখেছেন-তোমার জন্মদিনে আমার একটাই কামনা-যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।

শাবনূরের পোস্টের কমেন্ট বক্সেও ভক্তরা মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

এক নেটিজেন লিখেছেন-শুভ জন্মদিন। আল্লাহতাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।

আরেকজন লিখেছেন-আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।