যশোরের চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ‘কমলা আইসক্রিম ফ্যাক্টরি’র মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ছুটিপুর স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও মেয়াদোত্তীর্ণ আইসক্রিম মজুদ রাখার প্রমাণ মেলায় ফ্যাক্টরির মালিক মোহাম্মদ আসাদুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়া, সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান হাসিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।