৪৯তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানায়, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা এইচটিটিপি://ডব্লিউডব্লিউডব্লিউ.বিপিএসসি.গভ.বিডি অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
বিপিএসসি আরও জানায়, পরীক্ষার্থীদের পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং কেন্দ্রের তথ্য প্রদত্ত ওয়েবসাইট থেকে সরাসরি জানা যাবে। প্রার্থীদের পরীক্ষাসংক্রান্ত যেকোনো আপডেটের জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।