ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (টঝঊঞ)-এর প্রথম সিন্ডিকেট সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ফতুল্লা, নারায়ণগঞ্জ ক্যাম্পাসের কনফারেন্সরুমে সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও ইউসেটের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. এ. কে. এম. ফজলুল হক। সভায় উপস্থিত ছিলেন মো. সাইফুর রহমান খান, যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. ফজলুল হক, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইউসেট।