ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আইএসইউর শিক্ষকদের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৩ এএম

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় গত বুধবার মহাখালী ক্যাম্পাসে এক সেমিনার আয়োজন করে। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর এ আয়োজনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আহমেদ মুসতাফা। বক্তব্য দেন, প্রফেসর ড. আব্দুল আউয়াল খান, অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।