ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অনুপস্থিতির অভিযোগে ১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা অনুমোদন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১১:০০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিদ্যালয়ে অনুপস্থিতি ও অন্যান্য অনিয়মের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার ১৩ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান জেলা পরিষদ। মূলত, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আবেদনের ভিত্তিতে এই মামলা অনুমোদিত হয়েছে।

মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন: রেংপু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার, মোতাহার বেগম; 

রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস উদ্দিন, রিয়াজুল জান্নাত, মো. জাবেদ এবং মেনকেউ মেনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, রোমেন দাশ।

আলীকদম উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তে সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার আবেদন করে।’