ভোলা-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্রসেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি এ বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে বিএনপি হেল্প সেলের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল ৩০০ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে থাকতে পারি। তাদের আমরা নিয়মিত সহযোগিতা করতে চাই। এ জন্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমের পরে নুরুল ইসলাম নয়ন জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যা শুনেন।