বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্যেই কোচিং স্টাফে রদবদল নিয়ে আলোচনা তুঙ্গে।
এর পাশাপাশি মিরপুর শের-ই বাংলার উইকেট নিয়েও চলছে তীব্র সমালোচনা, যার জেরে নতুন পিচ তৈরির পরিকল্পনা করছে বোর্ড।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে সরিয়ে দেওয়ার খবর গতকাল ছড়িয়ে পড়লে কোচিং প্যানেল নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পায়।
এমনকি নতুন কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের নামও আলোচনায় আসে—যদিও আশরাফুল নিজেই গণমাধ্যমে এই খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন।
তবে এই আলোচনা থামার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি কিছু না বললেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
বুলবুল বলেন, ‘আমরা তিন ফরম্যাটে ক্রিকেট খেলি। তিন ফরম্যাটেই ব্যাটিংয়ের ধরন আলাদা। একটা কোচ দিয়ে হয়তো সব ফরম্যাটের স্টাইল ঠিকভাবে কাভার করা যায় না। সে বিষয়েই আমরা ভাবছি।’
এদিকে, মিরপুর শের-ই বাংলার কালো মাটির উইকেট নিয়েও তীব্র সমালোচনা চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই উইকেটের আচরণ সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও এটি প্রথম কালো মাটির উইকেট নয়, তবে এবারের পিচের মন্থরতা ও অসঙ্গতিপূর্ণ আচরণ প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বীকার করেছেন যে উইকেটের আচরণ প্রত্যাশা অনুযায়ী নয়। তিনি বলেন, মিরপুরের উইকেট বেশ জটিল।
‘এই মাটির আচরণ আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। তাই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ভিন্ন মাটি ব্যবহার করে নতুন করে দুই-একটি পিচ তৈরি করার পরিকল্পনা করছি।’