ক্লোজ ম্যাচ জেতা ভালো লক্ষণ: জাকের আলী
জুলাই ২৩, ২০২৫, ০৪:৩১ এএম
যখন দল ব্যাটিং বিপর্যয়ে, তখন স্রোতের ঠিক বিপরীতে দাঁড়িয়ে যে ব্যাটার বুক চিতিয়ে লড়াই করতে পারেন, তার নাম জাকের আলী অনিক। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমনই এক সাহসী ইনিংস উপহার দিলেন তিনি। টি-টোয়েন্টির দ্রুতগতির খেলায় তিনি রান তুলেছেন কৌশলে, শারীরিক দৃঢ়তায়, এবং ছক্কায় ছক্কায়!
৫৫ রানের ইনিংসটিকে হয়তো অনেকে সংখ্যায় ছোট...