ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৩৬ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু। ছবি- প্রতীকী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাসোহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহিদুল ইসলাম (৩৫) ও ছেলে শিহাব (১৩)।

সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নিজ পুকুর থেকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান শহিদুল। এক পর্যায়ে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নেন।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।