ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ইসকনকে নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৪৩ পিএম
জুমার নামাজের পর টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ (৬০) নিখোঁজ ও পরবর্তীতে হাত-পা শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনতা—মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন।

এ সময় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে জনতা। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবিও জানান তারা।

এ সময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করতে হবে। যদি এতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে টঙ্গী পূর্ব থানা ঘেরাও দেওয়া হবে। গাজীপুরের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি মাওলানা মো. মহিবুল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হন। ২৪ ঘণ্টার মধ্যে পঞ্চগড়ের হিলিবোর্ড এলাকায় তার হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, মাওলানা মো. মহিবুল্লাহ সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রবাদবিরোধী বক্তব্য দিতেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নির্যাতন করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাওলানার ছেলে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।