ইয়েমেনে ফের ‘ইসরায়েলি’ হামলা, কোন পথে মধ্যপ্রাচ্য?
আগস্ট ১৭, ২০২৫, ১০:৪২ পিএম
আবারও মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হামলা চালালো ‘ইসরায়েল’। দখলদার সেনাবাহিনী জানিয়েছে, রোববার (১৭ আগস্ট) ভোরে তারা হুথি-নিয়ন্ত্রিত সানার দক্ষিণে অবস্থিত হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে। তাদের দাবি, হুথিদের ঘনঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।
‘ইসরায়েলি’ সংবাদমাধ্যম বলছে, রাজধানী সানার কাছে অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তাদের নৌবাহিনী।
হুথি-সমর্থিত আল মাসিরাহ...