‘ইসরায়েলি’ বিমান হামলায় ইয়েমেনের হুথি বাহিনী সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবী নিহত হয়েছেন। রাজধানী সানায় করা জায়োনবাদী সেনাদের করা হামলায় তার মৃত্যু হয়।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে হুথির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় এক কর্মশালায় অংশ নেওয়ার সময় হুথি সরকারের মন্ত্রীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় কতজন মন্ত্রী নিহত হয়েছেন, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী আল-রাহাবীসহ হুথি সরকারের কয়েকজন মন্ত্রী ওই কর্মশালায় উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। তবে হামলায় তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহমেদ গালেব আল-রাহাবী প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী হলেও সরকারের কার্যত নেতৃত্বে ছিলেন তার ডেপুটি মোহাম্মদ মোফতাহ। আজ শনিবার তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাহাবীকে মূলত এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো, যিনি হুথি নেতৃত্বের ঘনিষ্ঠ অভ্যন্তরীণ চক্রের অংশ ছিলেন না। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফি হুথিদের মিসাইল ব্রিগেডের নেতৃত্ব দেন এবং তাদের অন্যতম শীর্ষ মিসাইল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা সানায় হুথিদের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। সেনাবাহিনীর দাবি, ওই স্থানটি হুথি ‘সন্ত্রাসী’দের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন। যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন