ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ‘ইসরায়েল’। রোববার (২৪ আগস্ট) প্রেসিডেন্ট প্রাসাদের একটি সেনা ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানির ডিপোতে বিমান হামলা চালানো হয়।
এর আগে শুক্রবার ‘ইসরায়েল’-এর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রের একটি অংশ গিয়ে পড়ে ‘ইসরায়েল’-এর একটি বাড়িতে।
এর দুই দিন পরই পাল্টা হামলা চালায় ‘ইসরায়েল’।
‘ইসরায়েলি’ প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে থাকা একটি সামরিক ঘাঁটি থেকেই হুথিরা তাদের কার্যক্রম পরিচালনা করে। বিদ্যুৎকেন্দ্র দুটি থেকেও হুতিরা সামরিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে বলে দাবি করেছে আইডিএফ।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত এক ডজন বিমান অংশ নেয়। এর মধ্যে যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমানও ছিল। সামরিক একটি সূত্র জানায়, ওই দিন সানায় অন্তত ৩০টি বোমা নিক্ষেপ করা হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘ইসরায়েলি’ আগ্রাসনের প্রতিবাদে হুতিরা ‘ইসরায়েল’-এর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইয়েমেন থেকে ‘ইসরায়েল’-এর দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার হলেও এসব ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছে যায়।
হুথিদের হামলার পর প্রায়ই ইয়েমেনে বিমান নিয়ে আক্রমণ চালায় ‘ইসরায়েল’। ইতোমধ্যে সানা বন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন