বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:১৫ এএম

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ফের ইসরায়েলের হামলা, নিহত ২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:১৫ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ফের নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার রাতের হামলায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলা ছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে চালানো ‘প্রতিশোধমূলক জোরালো অভিযান’।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইসরায়েল দাবি করেছে তারা এমন এক স্থানে হামলা চালিয়েছে, যেখানে অস্ত্র মজুত ছিল এবং তা ইসরায়েলি সেনাদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ তৈরি করেছিল। তবে এই হামলার ফলে যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার বেসামরিক জনগণের ওপর অব্যাহত হামলা ‌‌‘গভীর উদ্বেগের’ বিষয়। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, গুতেরেস এসব হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের মধ্যে বহু শিশুর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেছেন, এত বিপুলসংখ্যক হতাহত ভয়াবহ। শান্তির সুযোগ যেন হাতছাড়া না হয়, সে আহ্বান জানাই। একই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নও।

হামাস এক বিবৃতিতে বলেছে, রাফাহ এলাকায় যে ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, সেটির সঙ্গে তাদের যোদ্ধাদের কোনো সম্পর্ক নেই। তারা অস্ত্রবিরতি মানার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে সর্বশেষ হামলার কারণে এক মৃত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল রেডক্রসের প্রতিনিধিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই সাক্ষাৎ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। হামাস এ সিদ্ধান্তকে ‘বন্দিদের মানবাধিকারের সরাসরি লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সর্বশেষ হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি ‘ঝুঁকির মুখে নেই’। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, তারা হামলায় হতাশ হলেও শান্তির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদী।

বিশ্লেষকরা বলছেন, নতুন করে শুরু হওয়া এই সহিংসতা কেবল গাজার মানবিক সংকট আরও তীব্র করবে এবং স্থায়ী শান্তির পথকে আরও কঠিন করে তুলবে।

Link copied!