আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী, ভোটের দুই মাস আগে তপশিল ঘোষণা করা হবে। সে হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসি।
তপশিল ঘোষণার আগে নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে এবার সরকারের ৩১টি মন্ত্রণালয় ও দপ্তরপ্রধানদের সঙ্গে বৈঠকে বসবে নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসি জানিয়েছে, সভায় ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে- যার মধ্যে রয়েছে নির্বাচনকালীন প্রশাসনিক সহায়তা, নিরাপত্তাব্যবস্থা, তথ্যপ্রবাহ, পরিবহন, যোগাযোগ ও প্রযুক্তিগত সহায়তা।
বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, অর্থ, আইন, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, আইসিটি, ডাক ও টেলিযোগাযোগসহ মোট ৩১টি সংস্থার প্রতিনিধিরা।
এ ছাড়াও সভায় থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রধানগণ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কারা অধিদপ্তরের প্রতিনিধিরা।
ইসির সূত্র জানিয়েছে, বৈঠকের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন প্রশাসনিক ও লজিস্টিক সহযোগিতা নিশ্চিত করা, যাতে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়।
এ ছাড়া ভোটগ্রহণে প্রযুক্তি ব্যবহারের বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, গণমাধ্যমের ভূমিকা, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনি সময়কালে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কেও আলোচনা হতে পারে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন